চলছে এক প্রতিযোগিতা ,
জীবন আর মৃত্যুর !
আর আমি ,
ভাঙ্গা গ্যালারির ক্ষুব্ধ দর্শক !

রোদে পোড়া ত্বক আর
আগুন পোড়া বুক !
বসে থাকি আমি,
ভাঙ্গা গ্যালারির ক্ষুব্ধ দর্শক !

কোথায় ভাঙ্গন ধরেছে জানিনা;
শুধু জানি কোথাও নাটবলটুটা আলগা ।
আচমকা নয় বহু দিনের ক্ষয় !
ভাঙবে যখন তবু
মনে হবে আচমকা !

চলছে প্রতিযোগিতা;
শেষ দেখব কি দেখবনা ?
তবু বসে থাকি আমি
ভাঙ্গা গ্যালারির ক্ষুব্ধ দর্শক !