শতাব্দী এগিয়ে গেল
আরও এক পা
তথাপি একঘেয়ে ঘড়ির কাঁটা
রাতের টুথব্রাশ মাজনই
থাকবে আগামী কাল
শুধু পুরাতন সাজিয়ে নতুন ইস্তাহার
আর সেই রক্তবাহী ব্যর্থতা
ছিল,আছে,থেকেই যাবে।
কিন্তু আজ যে“উনিশ”
একমাত্র তোরই পারিস
ভেঙ্গে চুরমার করে
না হয়,ফুলের গালিচা বিছিয়ে
তোদের পৃথিবী,তোদের শতাব্দী
তোদের মতো করে
তোরা সাজিয়ে নে।