“মেজাজ”সে তো ,মৃত,
ভ্রমে,যা বলো,
আত্মগ্লানির বহিঃপ্রকাশ,
শুধুই অন্তঃসার শূন্য চিৎকার,
কোথায় সেই আভিজাত্য,
কোথায় সেই সূক্ষ্ম সৌরভ,
তাল,সুর,লয়,কোথায়
যদিও বা ধংসাবেশ এ,
ভাঙ্গা,জীর্ণ,কিছু অংশ,
অবশিষ্ট থাকে,
ভালো বাসার,ভালো কে,
রক্ষা করবো বলে,
মুষল পর্বের বিষ ফেনায়,
সর্বাঙ্গ দগ্ধ হয়ে যায়,
কোনো প্রিয়জন,আপনজন
ভুলেও যদি ছুঁয়ে দেখত একবার
কত নরম, কত শান্ত
কত নীবির সেই ভালোর বাসস্থান
বিষানল এর লেশ মাত্র নেই
তবু হায় সেই বাসস্থান
শূন্য পড়ে আছে
আজ আমি বড় একা, ক্লান্ত
বহু পথ চলার বাকি  
কিছুটা মায়া,কিছুটা অভ্যাস
বাকিটা দ্বায়,দায়িত্ব
কাপুরুষ,ধূর্ত,প্রবঞ্চক তো নই
যে পালিয়ে যাব
পথে এক পথিকের সঙ্গে দেখা
মুখে সর্বদা মিষ্ঠ হাসি
শুধালাম,তুমি কি ভাবে পার ?
অভ্যাস,অভ্যাস,অভ্যাস।