তোমার এতো দুঃখ কেন?
কষ্ট তুমি পুশছ মিছে
চেয়ে দেখো ঐ আকাশ পানে
ও কেমন বুক চিতিয়ে।
আচ্ছা না হয় একটু কাঁদ, শান্ত হও
মেঘ বালিশে মুখ গুঁজে
ভয় পেওনা ওরা রটাবেনা
কি ব্যথা তোমার ভিতর।
এমনই হাজার দুঃখ বুকে
ও ভেসে চলে দূর দেশে
হটাৎ যদি ভেঙ্গে পড়ে
দেখবে এক আনন্দধারা
বইছে তোমার শরীর জুড়ে।