মা আসছেন,
বাতাসে শিউলির গন্ধ,
শরৎ এর মেঘ, খেলা করে,
কাশ ফুলের সাথে,
সবার মনে, কি আনন্দ।
এতো সনাতন, কাব্য।
মা আসছেন,
কত শত মানুষকে,কাজ দিচ্ছেন
কি, বৃহত্ এক লেনদেন?
শিল্পীরা, সৃষ্টির আনন্দে, মেতে উঠেছেন,
এতো, সামাজিক কাব্য।
মা আসছেন,
আলি চাচা, খুব ব্যস্ত হয়ে পরেছেন
এই পুজায় চাচার,নতুন বাঁশি,
শিশুদের,নতুন সুরে মাতাবেন।
এটা, বাঙ্গালীর মননের কাব্য।
আনন্দে থাকুন,
ভালো থাকুন ।