আমার অক্টোপাস ,
আজ আমাকেই ধরেছে আষ্টেপিষ্ঠে।
মুক্তির নেই কোনো উপায় ,
এই মায়ার চোরাবালি থেকে।
মনের সেই জোর নেই যে,
ছিন্নকরি এই নাগপাশ কে।
তবু তুমি ছিলে নীরবে,
মনের গভীর গহণে
নিয়ে মুক্তির আলো,
করবে এই কারাগার ছিন্ন ।
কবিতা তুমি ছিলে মূক্ত,
করেছ আমার মনের ,
বন্ধ জানাল উন্মুক্ত-
এসো, আবসর খুঁজে নিয়ে বসি পাশাপাশি।
কারাগার থেকে নাই বা যেতেপারি রণে,
সুখে ঘর তো করতে পারি তোমার সঙ্গে ।