কাল আসছে ঝড়
জানালায় ঠুকি পেরেক
মোমবাতি কিংবা বালতি
যোগান আর ঘাটতি,হিসাব কষি
কিছু মানুষ,ফুলের টব অন্যত্র পাচার করি
কাল আসছে সে
মেঘেদের যত হম্বিতম্বি
চোখের আড়ালে গাছেদের জলকেলি
পাখি আর বৃষ্টি, সে কি খুন-সুটি
সমুদ্রের হাঁক ডাকে,নদীর ভরাট বুক ওঠে নামে।
তোদের এত আনন্দ কিসের
কে খবর দিলে? গাছ কে পাখি
না কি? হাওয়াই রটিয়ে ছিল?
সে তুমি বুঝবে না-
সে আসবে আর উৎসব হবে না!
উৎসব হবে গো, উৎসব
তুমিও তো একদিন আমাদের দলে ছিলে
তোমার “আদিম” সঙ্গ ছাড়লে
“মানুষ” হবো বলে।