***বৃষ্টি কথা রেখেছে***
বৃষ্টি কথা রেখেছে
আমার দক্ষিণের জানালায়
আমার বন্ধ দরজায়
সশব্দে আঘাত করে
জানান দিয়েছে-
“আমি এসেছি,তুমি কথা দিয়েছিলে”
বৃষ্টি কথা রেখেছে
আমার নয়ন-তারা গাছে
আমার শ্যাওলা-ধরা ছাদে
চুপটি করে এসে
জানান দিয়েছে-
“দাগ রেখে গেলাম, তুমি কথা দিয়ে ছিলে”।
বৃষ্টি, তুই এসেছিস
ওরা আমাকে মাণা করে
একটু বড় হতে দে
একসাথে খেলব
তুই আবার আসবি কিন্তু
“কথা দিলাম আসবো,এখন চোখের জল মুছো”
বৃষ্টি, কোন সময়-জ্ঞান নেই!
আমি ভীষণ ব্যস্ত
আপাতত ভুলে যাও
পরে ভেবে দেখা-যাবে
হাতে অঢেল সময় আছে
“আমি অপেক্ষায় থাকবো,তুমি অবসর খোঁজ”।
বৃষ্টি, আজ বড় অসহায়
সময় ফুরিয়ে আসছে
তুই এক-বারটি আয়
ভাসিয়ে নিয়ে যা
আমি কথা রাখিনি
“তুমি দুঃখ করো না,মিলব মহা-শূন্যের মাঝে"।