লোকটা সাধারণ,আর দশটা মানুষের মতোই
একটু দান-ধ্যান,একটু লোভ
রাগ-ক্ষোভ,প্রেম-ভালোবাসা অহংকার ইত্যাদি।
জীবন নৌকা, সময় নদীতে ভেসে যায়,
মৃত্যুর দেশ যাবে বলে
এই রকম এক দার্শনিক চিন্তায়
মগ্ন হয়ে রাস্তা পাড় হচ্ছিলেন।
হটাৎ দেখলেন একটা বড় গাড়ি তার সম্মুখে
প্রচণ্ড যন্ত্রণা,আর কিছু মনে নেই
তারপর যখন আবার চোখ মেলালেন
দেখলেন চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার
নিজের শরীরটাও দেখা যাচ্ছে না
তবে একটা অদ্ভুত হালকা বোধ
যেন তার দেহটার কোন অস্তিত্ব নেই
এমন সময় একটা কণ্ঠ ভেসে উঠল
আমি ঈশ্বর,তুমি আত্মা
বল তুমি আমাকে কি দান করতে পার?
কি আছে তোমার,
যা দিয়ে তুমি করতে পার আমার বন্দনা?
দেহ দিন প্রভু,রক্ত দিয়ে পূজা করবো আপনাকে
প্রাণ,সে কি তোমার সৃষ্ট
সে তো আমারই জল,বায়ু,আলোর অংশ
তবে জ্ঞানের দেবালয় এ রাখবো আপনাকে
জ্ঞান আমারই
তুমি করেছ আবিষ্কার,এ অনন্ত.....
তাহলে উপায় প্রভু
শুধু মনে রেখ-
"তুমি আমারই অংশ
তুমি আমি হতে সৃষ্ট
আমি হতে ধ্বংস"
এতো সেই আদি সহজ সত্য।