আমরা ভয় পাই না!
আমরা এক একটা স্ট্যাডেলের লায়ন-ম্যান,
এক একটা অ্যামাজান।

আকাশে যা উড়াচ্ছো?
আমরাও উড়তে জানি!
ফিনিক্সের মত বারবার বেঁচে উঠতে পারি।
আমরা এক একটা গরুড়—
আমরা যে অমৃত পান করেছি।
তা নিশ্চয় জানো না?
আমরা এক একটা আবাবিল,
আবরাহার হাতিবাহিনীকে ধ্বংস করেছি।
তা নিশ্চয় জানো না?

তোমার ঐ রথের চোখ রাঙানি—
আমরা ভয় পাই না!
আমরা এক একটা মরুৎগণ,
আমরা এক একটা ইউনিকর্ন।
আমরা এক একটা রামসেনা
পুড়িয়ে দিতে জানি লঙ্কা।

তোমার ঐ লোহার নলকে—
আমরা ভয় পাই না!
আমরা এক একটা অ্যাথিনা—
বর্শায় বিদ্ধ করেছি প্যালাসকে,
ধ্বংস করেছি ট্রোজান।
তা নিশ্চয় জানো না?
আমরা দূর্গমকে ধ্বংস করে
হয়েছি এক একটা দূর্গা—
ত্রিশূলে বধ করেছি মহিষাশুরকে।
তা নিশ্চয় জানো না?

আমরা ভয় পাই না!
তোমার ঐ কুকুরগুলোকে।
আমরা যে এক একটা হায়েনা।
তা নিশ্চয় জানো না?