এ শহরে আজ আইন নেই
পুলিশ নেই
ট্রাফিক নেই।
চলো না সোনা—
দশ নম্বর গোল চত্ত্বরে।
রাস্তায় দাঁড়িয়ে আর নয় সিগারেট—
তোমার ঠোঁট ফিল্টার হোক
ধোঁয়ার মত উষ্ণতা উঠুক
তামাক নিকোটিনে ভরে যাক—
শুষবো তোমার ঠোঁট প্রাণভরে।
সাক্ষী থাকবে পোড়া ফুটওভার ব্রিজ
আর মেকি কান্নার মেট্রোরেল।
চলো না সোনা—
দশ নম্বর গোল চত্ত্বরে।
আশংকা কিসে?
মানুষ সব ব্যস্ত মানুষ খুনে!