ঘুমে দেখা স্বপ্নের মতই তোমার অস্তিত্ব
অথবা তুমি হাওয়াই মিঠাই খাওয়ার সন্তুষ্টি।
বেহালার সুরের মতই তোমার মুখের হাসি
অথবা তুমি যাদুকরের অ্যাবরাকাড্যাবরা মন্ত্র।
কোকিলের বাসার খড়কুটোর মতই তোমার প্রেম
অথবা তুমি এন্টার্টিকার একটি জলপাই গাছের পাতা।
ক্যারিবীয়ানের এল ডোরাডোর মতই তোমার রূপ
অথবা তুমি আইনস্টাইনের লেখা কবিতা ।
ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের মতই তোমার চেতনা
অথবা তুমি নাগ-নাগিনীর মাথার মনির ঝলকানি।
বাদুরের সংগ্রহ করা শাবকের খাবারের মতই তোমার সৃষ্টি
অথবা তুমি ডুমুর ফুলের পরাগ রেণু।
২৬-০৮-২০২১
নিউমার্কেট, যশোর ।