আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই কোকিলের কুহু-কুহু ডাক শুনে
ঝরা বকুলের দীর্ঘ এক মালা গেঁথে
সোঁদা গন্ধের এই মাটি সারা অঙ্গে মেখে।
আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই আমার সব এখানে রেখে
শুধু প্রেম-ভালোবাসা, মায়া-বন্ধন নিতে চাই সাথে
নিতে চাই না দুঃখ-কান্না, আবেগ-বেদনা আমার সাথে।
আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই একগাল হাসি হেসে
দক্ষিণাত্যের ভরতনট্যম নাচ নেচে
বিদ্রোহীর কুহেলিকা আবৃত্তি করে।
আমি চলে যাবো বেলা ফুরাবার আগে
তবে যেতে চাই ইছামতিতে একবার নেয়ে
একুশ শতকের বলিউডি গান শুনে
শৈশবের সেই মালাঠুলি খেলা খেলে।