আমি ছিলাম না তোমাদের ভীড়ে,

জোৎস্না, জোনাকি আর এ জগৎ সংসারে।

বহুদূর—দূর নক্ষত্র—নক্ষত্ররাজির মাঝে

আমি শুয়ে ছিলাম ধূসর জমিনে।

ফোনের পর ফোন করেছো তোমরা

আমার বাঁশির সুর শুনতে পাওনি কী ?

হতাশার মতো কুয়াশার চাদর ছিড়েছো,

নদীর রুপালি পানিতে নৌকা ভাঁসিয়েছো—



গান গেয়োছো—রংধনুর রঙে ছবি এঁকেছো ।

আমি ছাই মাটি মেখে আবার শুভ্র হয়েছি ।

নীলিমার মাঠে তোমাদেরই মতো কানামাছি খেলেছি,

তোমাদেরই মতো হেঁটে চলেছি—হোঁচট খাইনি,

তোমাদেরই মতো অপেক্ষা করেছি—আশা হারাইনি ,

তোমাদেরই মতো মিথ্যা বলেছি—আফসোস করেনি ।