ভন্ডামি
কলমে: এম নজরুল ইসলাম
****************************
চারিদিকে আজ দেখিতেছি বিস্ময়ে শুধুই ভন্ডামি,
মুখোশ আর ছদ্মবেশে লুকায়ে যত্তোসব হারামি।।
মধুর মুখে ভদ্র বচনে প্রকাশ করে কী যে সভ্যতা,
কূট চালে তবে কৌশলী কাজে দুর্গন্ধ জগণ্যতা!।।
ভন্ড পীর, ভন্ড ওকিল আরো আছে ভন্ড ডাক্তার,
ভন্ড প্রেমিক ভন্ড নারী মিলে নাশ করছে সংসার।।
রাজনীতিতে আছে ভাই নগ্ন ভন্ডদের দৌরাত্ম্য,
শিক্ষালয়ে দেখি হরহামেশা ভন্ডামির আধিপত্য।।
সরল জনতা আজ সবখানে অসহায় গিনিপিগ,
ভন্ড মৌলভীদের দীক্ষায় আজ ধর্মের নাই ঠিক।।
ভন্ডরা ভাই সব দেশ, জাতি আর মানুষের দুশমন,
রূপটা তারা তাদের কৌশলে বদলায় যখন তখন।।
রুখে দাও জনতা ভন্ডদের, রুখো তাদের সমাজে,
ধিক্কারের ধ্বনি তুলে বয়কট করো তাদের কাজে।।
.........................................................

তারিখ: ২৩/১১/২০২৩ ইং