হৈ হৈ, রৈ রৈ চারিদিকে হল্লা
হুজুগে এক মেতেছে মোর বাংলা।।

টাকার নেশা, গাঁজার নেশা ভারী
নারীর নেশা কম সে কীসে ছাড়ি?

করি আমি পারি যে কাজ মরি'
ভোগের করণ লাগবে সদাই কাড়ি!

নাচিছে সব বাঁদর আলগা-কাছা
বুড়ো ভাম সব ঝুরে নীতি-ঢিলা।।

দেখি লাজে চৌদিকে উদ্ভট হালচাল
নষ্ট, ভ্রষ্ট মিলে দিচ্ছে যে সব সামাল!

পথে-ঘাটে বিকায় খাসা চেতনা
আখের গোছায় পালায় নেতা ত্বরা।।

চোখে ঠুলি আমজনতার পরায়
রূপ ইহাদের যেথায় যেমন সাজায়,
পাবলিকে এরা যেমন খুশি নাচায়।।




তাং- ২৯/০৯/২০২২ ইং