শুচি হোক ধরা
কলমে : এম নজরুল ইসলাম
ধরণীর বুক থেকে ত্বরা দূর হোক অমা,
শুভ্রতায় উদ্ভাসুক এই পৃথিবী মনোরমা।
খসুক যত মেকি ও মুখোশ, জয় সত্য,
ইনসাফ-গিলোটিনে নিপাতুক ভন্ডমুন্ড।।
নাশি’ প্রজ্ঞা-দৈন্য ঘুচে যাক ‘অস্পৃশ্যতা’!
মুছে যাক জাতিভেদ, মুক্তি পাক মানবতা;
নগ্ন নিরন্ন নরশিশু হোক মোদের সকলের,
রণছিন্ন আদম-আর্তি তুলুক তান বিবেকের।।
’করমে-মরমে-ধরম’ গাহি বিশ্ব-রীতি,
’সুন্দরে’ আসুক গতি, ‘মঙ্গলে’ মতি।
’ভাবের-বন্ধ্যাত্বে’ ফুটুক চিন্তা-মুকুল,
চুকে যাক ঘৃণ্য ’ভূ-বর্ণ-নীতির’!গোল।।
’নীতিদূষণ’, ‘প্রিয়তোষণ’, আর ‘পাপ-শীলন’,
দূর হোক, দূর হোক! জয় পাক্ সত্য-বরণ।
কেটে যাক শিল্প-সংস্কৃতির উলঙ্গ আঁধার!
প্রজ্ঞা-দীপে দীপ্ত জ্বলুক সব হৃদ-আগার।।
ভোগ-বন্দনা, শিশ্ন-সাধনা, পংকিল পাশবতা,
জরা-বিকার দলে হেসে ফিরুক হৃত মানবতা।।
তারিখ: ২৩/০৯/২০২৩ ইং