স্বপ্নদের ডানা আছে
উড়ে যায় আকাশে?
স্বপ্নরা কি উদ্বায়ী
মিইয়ে যায় বাতাসে?
স্বপ্নরা কি হিমাকার
গলে যায় নিমেষে?
স্বপ্নরা কি ছলনাময়ী
আলেয়ার মতন বেশে?
স্বপ্নরা কি অতনু
দেখায় প্রচ্ছায়া হয়ে?
স্বপ্নরা কি পরিযায়ী
বিচরে দেশ দেশান্তরে?
স্বপ্নরা কি তুলতুলে
পেলব মখমলের মতো?
ছুঁতে হয় পরশে আলতো?
স্বপ্নরও কি রং আছে
কুসুম-ফলের মতোন?
লাল-কালো, নীল-হলদে
জুড়ায় কেবলি নয়ন?
স্বপ্নরা কি বাঁশি সুরেলা
তান যার রহে অধরা?
হয় না সাঁধা যে সুরে?
আলো-আঁধারি ঘুমঘোরে?
চুপ! স্বপ্নরাও ব্যাথা পায়
চাপা পড়ে যবে পাথরে
আর্তি স্বপ্নের শোনা যায়
স্বাপ্নিকের সহসা প্রয়াণে।।
স্বপ্নকের মৃত্যু পরও
স্বপ্নরা কি বেঁচে রয়?
স্বপ্নরা কি দেশ-কালোত্তর
কালান্তরে জনম লয়?
স্বপ্নদের নেই দেশ-জাত
সবমহলে এক, নেই তফাৎ।।
স্বপ্ন থাকে জীবনের পরতে
পাতার মতো ভাঁজে ভাঁজে;
স্বপ্ন থাকে জননীর আঁচলে
স্বপ্ন থাকে প্রিয়ার আঁখিজলে;
স্বপ্ন থাকে জনকের নয়নে
স্বপ্ন ফুটে তাহার স্বপনে!
স্বপ্ন থাকে বিদ্রোহীর বিপ্লবেচ্ছায়,
স্বপ্ন থাকে সাধকের মৌনতায়,
স্বপ্ন থাকে ছিন্নমূলের জঠরজ্বালায়!
তাং- ১৫/০৯/২০২২ ইং (স্কুলে কাজের ফাঁকে)