রাজনীতির হালচাল
      -এম নজরুল ইসলাম
***********************
রাজনীতি আজ কেবল দ্বিমতের দমন,
আর বাহুবলে ভয় সঞ্চারণ;
রাজনীতি আজ শুধু কালো শ্বেতকরন!
আর মুক্তকণ্ঠে রোধন।।

রাজনীতি আজ কেবল মাঠ-গরম ভাষণ
আর মোটেলে ফটোসেশন;
রাজনীতি আজ শুধু যুক্তিবাদে অন্তরিণ!
আর দৌলতের পথ মসৃণ।।

রাজনীতি আজ খোলা-চোখে বেশরম মিথ্যাচার,
আর সত্যের বস্ত্রহরণ!
রাজনীতি আজ মসনদ লোভে ভৃত্য-প্রভু খেলা,
আর বিকৃত কথা বলা।।

রাজনীতি আজ নির্বল জনতার রক্ত-শোষণ,
আর প্রতিবাদের দমন;
রাজনীতি আজ কূট প্রতারণার এক মহা ফাঁদ!
আর দলকানার আবাদ।।

রাজনীতি আজ সিন্ডিকেট-ব্যবসা রমরমা,
আর শোষণ-লুটের মাফিয়া;
রাজনীতি আজ ইচ্ছেমত বিচার-শাসনতন্ত্র!
আর দলনের রাস্ট্রযন্ত্র।।

এসো, আমরা রুখে দাঁড়াই সাধারণ জনগণ,
আর নহে কালক্ষেপণ।
দেশটা ভাই নহে কারো কেনা ভূঁই-সম্পত্তি,
আর নহে রে দুঃশাসন।।

একাত্তরের চেতনা-মন্ত্রে জাগো রে আবার,
আর নহে অর্থপাচার।
সাম্য আর ইনসাফে গড়তে সোনার বাংলা
নবোদ্যমে করি পথচলা।।

-----------------------------------

তারিখ: ২৮/০৯/২০২৩ ইং (রাত ৯ টা)