কেতাবে পড়াই সাম্য নীতিকথা,
মাঠে-ঘাটে চলি তবে যাচ্ছেতা!
বিচারকের আসনে বসে লম্পট,
মানবতায় হানে বিষম আহট!
চৌদিকে ভন্ডরাজের জয়কার,
সত্যবীরের নেই কেন হুংকার?
চামার হয় তোমার আমার ভাই!
তস্করে প্রতিষ্ঠান লুটেপুটে খায়!
নষ্টজন সাথে ভাঁড়ে করে সন্ধি,
আলো তবে দিবে কেবা মুক্তি?
শিক্ষিত! নহে যদি সত্যে দীক্ষিত,
কাম-ভোগ-লিপ্সায় রহে নিরত,
সে জানোয়ার নিরেট পশুত্ব বিরাজে,
মানবটি তাহার রোদন করে লাজে।।
রচনাকাল : ০২/০৪/২০২১ ইং (সকাল ১০ টা, রোজ বিষুদবার)