কে তুমি ঘুমঘোরে মোর
দিয়ে যাও অচকিতে চুম?
কে তুমি স্বপ্নে আসি মোর
অলক্ষিতে রেখে যাও ওম!
কে তুমি বারেবারে মোর
আঁখিতে পশি বাঁধাও গোল?
কে তুমি হে প্রতি ভোর
হৃদয় করে যাও বিলোল?
কে তুমি মোর হিয়ামাঝে
অনুখনে দিয়ে যাও দোল?
রূপচ্ছায়ে তব হে মজে
আপন কাজে রই বেভুল।
মুরতি তোমার দেখিবার তরে
উচাটন মন মোর করে আনচান,
সুদূরিকা! র’বে কতকাল দূরে?
এসো বাহুডোরে, লও এ জান।
কে তুমি? মানবী না অপ্সরী?
সুন্দর রূপ হেরি মরি মরি!
উত্তরিও গো হে নিরুত্তরিকা,
থেকো না আর হেন অধরা।
রচনাকাল : ১৯/০৯/২০২৩ ইং (রাত সাড়ে দশটা)