শুন ভাই, শুন তবে ভাই
মোর পরিচয় তোমার চাই?
শুন তবে মোর পরিচয়
আমি জলো ও মৃন্ময়!
আমি সৃজিত মহাক্ষণে
আমি জাত মহা ভূমে!
নহি বাঁধা কোন ধর্মে!
মোর পরিচয় শুধু কর্মে!
আমি এসেছি অজরের হাতে
আমি প্রেরিত মহা তীর্থে!
আমি নহি কোন বিন্দু
আমি এক মহা সিন্ধু!
আমি জ্যোতির মহা স্ফূরণ
আমি মহাচৈতন্যের উদ্বোধন!
আমি তাবত মানবতার দর্পণ
আমি ঈশ্বরের, ঈশ্বরে অর্পণ!
আমি নুরের দরিয়ায় অবগাহি
আমি মহাব্যোমে নিত্য ভাসি!
আমি খলিফা আমার খোদার
আমি আইন মানি শুধু তাহাঁর!
আমায় ডেকো না কোন অভিধায়
জানো আমি মানুষ-খলিফা সদাই।
নিত্য ডুব দাও ভাই নিজ গহীনে
মোর পরিচয় পাবে তুমি সেখানে।।