জীবনের কুরুক্ষেত্রে ক্লান্ত হে পান্থ
নিরাশার হুতাশনে দিও নাহি ক্ষান্ত।

চলুক জীবনের চালে জীবন যেমন
তুমি শুধু রথী হয়ে করো কর্ম-সাধন।

শিয়রে তোমার জাগিয়া সদা নিরঞ্জন
অভয় দানি’ কহে ‘মাগো মোর শমন’।

দৈব মাভৈ-মন্ত্রের ঋদ্ধ করো তনু-মন
শান্তি-পবনে দুলিবে তোমার এই জীবন।।


রচনাকাল:- ২২/১১/২০২৪ ইং