লিমেরিক (২য় পর্ব)
-এম নজরুল ইসলাম
*******************
১।
বানর যদি ভাই ‘মানুষ’ হবে, ‘বানর’ বলি কারে?
'বুনোতা’ যদি ধর্ম হবে, ‘সভ্যতা’ বলি কারে?
উদোম রূপে জৈবিকতা,
সুখান্বেষে নষ্ট যৌনতা!
স্বভাব-ধর্ম ভুলে বন্ধু, মঙ্গল কভু আসে নারে।।

তারিখ: ২৭/০৯/২০২৩ ইং (বিকেল ৫ টা)

২।
মানব-সমাজে চরে ভাই আজব এক প্রাণী,
হালুয়া-রুটির তরে নিত্য সুযোগ-সন্ধানী;
সামনে সাজে ইয়ার সাচ্ছা,
চাল যে তার বহুত পাক্কা;
চলে কিন্তু ভাঁজে ভাঁজে, বেমালুম আপনি!

তারিখ: ২৯/০৯/২০২৩ ইং (রাত ৮ টা)