মানব-শিশুর কথনে যে কত চলে কসরত
মানব-ভাষা শিখাবার যে কত চেষ্টা-মহরত।।

আধো আধো বুলি তবু শিশু মুখে শোভে
আওড়ায় চলে শিশু নিকটজনেরা যা বলে।।

শিশু মুখের ভাঙা বচন আহা কত মিষ্টি
আদুরে বদনের কোমল চেষ্টা শব্দ সৃষ্টি।।

'গরম' হলো 'গদম' আর 'পানি' নাকি 'বানি'
'ফুলে' হয় যে 'ভুল', 'খাচ্ছি' কেন হবে না 'কা-চি'!

বিজয়ী-বেশে নব শব্দে কতই না শীলন
গৃহময় সবসময় খিলখিল হাসির অনুরণন।।

শিশুর মধুর বচনে যে শত মুকতো ঝরে
শিশু সনে কইলে কথা রহস্য-জট খুলে!

শিশু যেন স্বভাব-কবি শব্দ-সৃজন-পটু
স্বল্প শব্দে এত ভাব-বুনট দেখিনি কভু।।

শিশু কহে পানি নাকি নরোম লাগে খেতে
মেলায় দেখে গজ কহে তা বাটিতে ভরতে!

নতুন শব্দ করে প্রয়োগ অসম্ভব স্থানে
শুনে আমি তাজ্জব বনি ভাবি তাহা মনে।।

শব্দ নাহি তাহার তত ভাষা যত মনে
চোখে বিস্ময় রাশি রাশি প্রকাশ নাহি জানে।।



তাং- ২৩/০৯/২০২২ ইং
(স্বরবৃত্ত ছন্দে লেখার প্রয়াস)