আমি কবি কবিতা আমার ভাষা
কবিতার মাঝে পাই বেঁচে থাকা;
কবিত্ব মানে নিঃশঙ্কে মুখোশ খসা
কবিতা মানে সত্যে অটুট থাকা।।

কবিতার চরণ যেন সুপ্তাখিঁ উন্মীলন
কবিতার শোলক যেন অগ্নি উদ্দীপন
কবিতার শরীর যেন প্রীতির বসন
কবিতার ছন্দ যেন প্রেমের উচ্চারণ
কবিতার সুর যেন প্রাণের শিহরণ
কবিতার ভাবশব্দ যেন জীবন দর্পণ।।

নিস্পেষিতের মরন-সাহস যে কবিতা
বিদ্রোহীর জাগরণ-হাতিয়ার যে কবতা
নির্ঝরের ছুটন্ত ধারা কবির ভাষায়
মরতে মরতে যে জীবন ফিরে পায়!

কবি জানে নির্জীবে আছে সজীবতা
কবি আনে নৈরাশে জীবনের আশা;
কবি শুনে প্রাণের অব্যক্ত কাতরতা
কবি জাগায় ভয়ার্ত মাঝে নির্ভয়তা।।

বস্তু সকলে কবির সনে কহে কথা
অরূপ রূপময়, মূক হয় বাঙময়,
ক্ষুদ্র-ক্ষীণ লভে দারুন প্রবলতা
কবি আনে জল-মৃৎ-ময়ে চিন্ময়তা!

কবি হেরে নিশার আলো-রেখাখানি
কবি জুড়ে ছিন্ন স্বপ্নের ছবিখানি
স্নেহে আঁকে কবি জীবনের সুরগুলি
অনুখন জ্বালায় আলো যেন জোনাকি।।

কবি আমি হেরি মধুপূর্ণিমার আঁধার
কবি আমি পশি তাই অকুল পাথার
দেখি আমি শ্লথ শামুকের ক্ষিপ্রতা
দেখি আমি মৌন মাকড়ের সরবতা
আমি শুনি বাদল-গগণের রোদনার্তি
বুঝি আমি অগ্নিসখ কীটের আহুতি!

স্বপ্নের কবিতা আর কবির স্বপন
প্রসবে তাবত মানবের কথা যখন
দেশকাল ছাড়ি হয় তা মহাকালিন
লয়-ক্ষয় নাহি তার রহে অমলিন।।

জীবনের কোন এক বাঁকে সবি
পরাণের কথা বুঝাতে হয় কবি!
কবি তুমি, কবি আমি নেই ভেদ
কবিতার মরমে হোক রুহু সফেদ।।