জীবনের যে প্রয়োজনে জীবন
চলছে তালে সমান;
সময় চলে গতিতে তার যেমন
নিত্য রহে বেগবান।।
ফি-মাস র'ব মনে জাগে আশা
এরূপ তাজা, তরুণ;
হয় না তাহা; বহে ঘড়ির কাঁটা
করতে নারি বারন।।
বলি আমি এবার একটু থামি
জীবনের এক ফাঁকে;
জীবন-ঘড়ি কহে মোরে ডাকি
নেই অবসর লোকে।।
নিতি ডাকছে হাতছানিতে আমায়
অন্ত-ধামের সীমায়;
যত শুধাই জীবন-ঘড়ির কাঁটায়
জবাব নাহি মিলায়।।
জীবন-ঘড়ির কাঁটা হে মোর তুমি
ইঙ্গিতে কার চল?
কত নিঠুর লীলা তোমার, এমনি
পদচিহ্ন আঁক।।
জীবন-ঘড়ি কভু নাহি থামে
রুখে শুধু বারেক;
কবে থামে কেউ নাহি জানে
সবি র'বে সাবেক।।
জীবনের সুর কেড়ে নিয়ে লহমায়
বিষাদে সব ভরে;
বাজে না আর সুখের যে সুর-সানাই
নীরব চারি দিকে।।
কত নিশি ছিনু বিভোর স্বপ্নে
সুখের প্রত্যাশায়;
যদি চলতে একটু মন্থর চালে
জীবনটারে সাজাই।।
জীবন একটাই কেন তবে তাড়া
সময় তব নাহি?
নাও বিশ্রাম একটু টানো লাগাম
কাটেনি যে নিশি।।
হেসে ঘড়ির কাঁটা দিল সাড়া
আসলে যবে ভবে,
এসেছিনু তব সাথে সখা
সাথী হব যমে।।
তাং- ১৮/০৯/২০২২ ইং