ইতিহাসের পথে এসেছি
-এম নজরুল ইসলাম
**************************
কত বীরপ্রসবীর আত্মাহুতি আমি দেখেছি,
কত জায়ার সিঁথির সিঁদুর-হরণ দেখেছি,
কত অবলা বালার দেহ-খুবলানো দেখেছি;
ইতিহাসের দীর্ঘ রক্তাক্ত পথে আমি এসেছি।।
আমি খুন-পিয়াসী কৃপাণের ঝলকানি দেখেছি,
হাসতে হাসতে কত নর-কুরবানি আমি দেখেছি!
কত লাল-নহর পেরিয়ে আমি সাঁতরে উঠেছি!
ইতিহাসের দীর্ঘ রক্তাক্ত পথে আমি এসেছি।।
কত আটলান্টিক-হিমাগার ভেঙ্গে আমি জেগেছি!
কত সহস্র মাটি চাপা বিদারি’ আবার জন্মেছি!
কত হিমাদ্রি কত দুর্গম চিড়িয়া আমি এসেছি!
ইতিহাসের দীর্ঘ রক্তাক্ত পথে আমি এসেছি।।
কত সন্ত্রস্ত রাত-জাগা ভোর আমি কাটিয়েছি
কত নির্জল অনশন বুভুক্ষা মাঝে আমি সেধেছি!
কত বিবস্ত্র শীত আগামী সুন্দর তরে যেপেছি
ইতিহাসের দীর্ঘ রক্তাক্ত পথে আমি এসেছি।।
আমি ‘বিদ্রোহ’ আমি ‘বিপ্লব’ আমি ‘স্বাধীনতা’!
আমি অজর চেতনা, আমি না-হারা রক্ত-মানবতা।।
--------------------------------------------
রচনা: ০২/১০/২০২৩ ইং