চলছে জীবন
           কলমে: এম নজরুল ইসলাম
-------------------------------------

চলছে তো চলছে জীবনের গাড়ি অবিরাম,
দিন নাই, রাত নাই, নাই কোন বিশ্রাম।
ক্লান্ত-শ্রান্ত দেহ সাথে অবসন্ন মনে চলি,
বাঁচার তাগিদে সুখের আশে সহি সবি।
গৃহের গৃহী হয়েও আছি মুসাফির পান্থ,
দেশান্তরে চরি ভাই নাহি তবু হই ক্ষান্ত।
বিদ্রোহী মন চায় যে কভু ভাঙ্গতে শিকল,
অভিনয়ের অত্যাচারে হয় নিয়ত বিকল।
বিদেহী ভাবনারা মাঝে মাঝে উঠে জাগি,
আর শুধায়, কেন এই মুখোশ তব জানি?
নিরুত্তর আমি নীরবে শুধু নিশ্চিন্ত হয়ে যাই,
পরদিন ফের পুরনো ছাঁচে নিজেকে ফিরাই।।

-----------------------------------------
তারিখ: ১২/১১/২০২৩ ইং