নিশি নিস্তব্ধতা ভাঙ্গিয়া
দিগন্ত উজালা করিয়া
আসে রে আলোর রবি
মোহের নিদ্রা টুটিয়া
সত্য বাণী বিঘোষিয়া
আসে মহা বীর জয়ী।।

মিথ্যার জাল ছেদিয়া
ভয়ের আবেশ নাশিয়া
রুদ্র কেশরী আসে ঐ!
ওরে বরণমালা কই?
ওরে বরণমালা কই?

হস্তে মশাল ধরিয়া
রক্ত-লোচন হানিয়া
আসে রে ঐ ভয়-হরা!
ওরে কোথায় তোরা?
ওরে কোথায় তোরা?

আসে ঐ বিরাট দ্রোহ
হাসে ঐ ম্লেচ্ছ পীড়িত
ঝংকার উঠে ঐ সায়রে
কাঁপে থরথর তস্করে!
এসো হে মজদুর মজলুম
নিশি আর রবে না নির্ঘুম।।

এতকাল যার প্রতিক্ষায়
ছিলি তোরা অশ্রু ঝরায়
আসিছে সে বিদ্রোহী বীর
হেসে তোরা উঁচু রাখ শির।।

আসবে তুফান বীরের সনে
প্রলয় নৃত্যে আকাশ পানে
ভাঙ্গবে প্রাসাদ যত জালিমের
বাজবে বাঁশি ভীম সুরের
বাজবে বাঁশি ভীম সুরের।।

শোধিবে গত সকল দেনা
মুছিবে অতীত সব গ্লাণি,
ঘুচিবে সকল রিক্তের ব্যাথা
নহে বৃথা কোন কোরবানি
আসিছে এমনি দেবদূত ঐ
চৌদিকে শুনি তারি হৈচৈ।।

জ্বালো রে আলো জ্বালো
দিকে দিকে দীপ জ্বালো
ওরে জয়গান করো তার
ওরে জয়গান করো তার।।

বিদ্রোহীরা আসে কালান্তরে
ফুঁড়িয়া সহসা জনগণ মাঝে
আনে রে ত্রাস, আনে বিপ্লব
সিন্ধু জোয়ারে ভাসায়ে সব
দানে নতুন এক জিন্দেগি
জাগায় রে প্রাণ ঐ কাণ্ডারী।।

ওরা ঝর্ণার উচ্ছল গতি
ওরা আকাশে তারা-জ্যোতি
ওরা জলধির ধাবিত ঢল
ওরা বিধবার আঁখি-জল!
ওরা অনাথ শিশুর কান্না
ওরা ধর্ষিতার মর্ম-যন্ত্রণা
ওরা শ্রমিকের বোবা প্রার্থনা!
ওরা বিধাতার নির্ভীক সৈনিক
ওরা তিমির-নাশা সাগ্নিক!

ওরা বরাভয়ের মাস্তান!
ওরা মাটির মানস-সন্তান
ওরা পুরোহিতের ধ্যানমুণি
ওরা দেশ-জননীর বহ্নি।।
ওরা মরু মাঝে ফোয়ারা
ওরা খর নিদাঘে বারিধারা
ওরা অমা নিশির পূর্ণিমা
রচে ওরা শান্তি ফল্গুধারা।।

এসো হে দ্রোহের রাজপুত্র
এসো হে বিপুল শূলপাণি!
এসো হে শৈলেন্দ্র শিরোন্নত
এসো হে বিরাট, হে ধ্যানী।।



তাং- ০৫/০৯/২০২২ইং