আমার চিন্তনে, আমার সৃজনে
আর কথনের স্বাধীনতা চাই,
আমি মুক্ত হয়ে বাঁচতে চাই।
আমি যা হেরি, যাহা ভাবি
নিসংকোচে তাহা কহিতে চাই,
আমি মুক্ত হয়ে বাঁচতে চাই।
আজন্ম মুক্তি, লেখা ইতিহাসে,
তবু আজো লক্ষ প্রাণ বিসর্জিছে;
কর্ম-স্বাধীনতার পূর্ণ গ্যারান্টি চাই,
আমি মুক্ত হয়ে বাঁচতে চাই ।
সত্যরোধে ভয়-শাসন মানি না
ঝরুক লহু হাজারো বুলেটে,
তবু অসত্যে শির নোয়াব না;
আমি স্বরূপে, সত্যে জ্বলতে চাই,
আমি মুক্ত হয়ে বাঁচতে চাই।
মানুষ তুমি? শুন মানুষের আহাজারি?
লাশের মিছিলে তাজা প্রাণ সারি সারি!
তবু তুমি থামবে না? বিধি গেছ ভুলে?
শকুনের মত মরা লাশে খাবে খুবলে?
অগ্নি ফুটুক আমার কাব্য আর কলমে
মসনদ দেবো কাঁপিয়ে, ভয় জালিমে;
আমি আমার সন্তানদের মুক্তি চাই,
অপশাসনের শিকল ছিঁড়তে চাই,
আমি মুক্ত হয়ে বাঁচতে চাই,
আমি আমার দেশের মুক্তি চাই।
রচনাকাল:- ০৩/০২/২০২২ খৃঃ