এক এগারোর সরকার এলো
তুমি আমি স্কুল পেরোলাম।
মনে পড়ে সেইসব দিনগুলো।
মাঠে কোনো রাজনীতি নেই
নেই কোন হইচই।
পথে ঘাটে পরে থাকে ফুল,
পরে থাকে প্রেম।
কেবল চুল বড় দেখলেই
নিতম্ব লাল হওয়ার ভয়।
তারপর নির্বাচন হলো
সত্যিকারের ভোট হলো
আমরা আঠারো পেরোলাম এক সাথে।
যেভাবে হাসিনা স্বৈরাচার হয়ে উঠলো
ঠিক সেভাবেই তুমিও হলে স্বেচ্ছাচার
আপা বসে থাকলো গদিতে
তুমি ছেড়ে গেলে আমায়।
গত,১৫ বছরে মানুষ হারিয়েছে ভোটাধিকার
কেউ হারিয়েছে জমি,কারো খোয়া গেছে স্বজন।
তুমিও হারিয়ে গেলে দূরে
দূর হতে দূর
ভীষণ সুদূর।
শুনেছি ঐ পাহাড়ের পরে
ঐ সূর্য উঠার দেশে
বরফে ঢাকা পরেছো তুমি
মেঘেরা ছুয়েছে তোমায়।
আজ স্বৈরশাসকের পতন হয়েছে
মন খুলে কবিতা,ছন্দ
লিখা যাচ্ছে গান।
আবার মাঠে ঘাটে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে নেমেছে।
সেবার হয়নি কিছু,এবার ও হবে না জানি
হয়তো কিছুদিন নিরাপদ হবে পথ ঘাট
ঘাস ফুল,তরু।
উদ্ধার হবে কারও খোয়া যাওয়া জমি
খোয়া যাওয়া ধন
তুমি উদ্ধার হবে নাকো কভু
উদ্ধার হবে না তোমার মন।