তুমি বলেছিলে সেই কবে!
টগর,বকুল ফুল ফুটেছিলো সবে

তুমি বলেছিলে, বেশ!
মুখ পটে তার, রয়ে গেছে রেশ।

বুকে নিয়ে সে আবেশ
চলছি আজও, নেই যার শেষ।

তুমিহীন আমাকে
ভূমিহীন মনে হয়

ধুধু প্রান্তরে
শুধু প্রেম জমা হয়।

আহা! প্রেম মরিচীকা
বাস্তবে নেই!
আছে কেবল মোহ-মায়া
যন্ত্রণা এই।