তুমি যখন ঘুমিয়ে পড়ো;
আমি তোমায় স্পর্শ দেই
কিন্তু তুমি বুঝতে পারো না
জেগে থাকলে তো আরো বুঝো না!
কি ঘুম! কি জাগ্রত!
স্পর্শ, বোঝো না
পাখি তুমি স্পর্শ বুঝো না,
নাকি ভেতর ছুতে পারি না?
শরীরের ভেতর, গভীর রোদন
হৃদয়ের অতলে, অসহ্য বেদন।
পাশাপাশি কাছাকাছি থেকে যাই প্রিয়
ভালোবাসা ছায়া মায়া প্রিয় বুঝে নিও।
(মাত্রাবৃত্ত ছন্দ)