শত বেদনার, শত যাতনার
শত সহস্র প্রতীক্ষার অবসানে
বরষা ধারার মতো, তুমি এলে।

যেনো, কদমের ফুল
সদ্য ফুটে থাকা
আমের মুকুল।

চাতকের আশা হয়ে
এসেছো,  মেঘেদের ছুয়ে ছুয়ে
যেন;
তুমি ঐ আকাশের নীল

কবির কবিতায়,
শেষ লাইনে
তুমি যে , অন্ত্যমিল।