সমুদ্র নিরাপদ নয়।
নিরাপদ নয় ঘরের ছাদ,বারান্দা আর
গলির মোড়!
বাস,সিএনজি, জাহাজ, জাহাজের ডেক।
রাত্রির গভীর আর দুপুর, সকাল, ভোর!
নিরাপদ কেবল বেগম পাড়া
আর সবখানে থোড়া থোড়া।
নিরাপত্তা আইনে দিয়ে দাও
ষোল কোটি ফাসি!
এ দেশ টাকে আমরা মুখেই ভালোবাসি।