এখন কার্তিকের শেষ
আকাশে নেইকো
জোসনার রেশ।
কেবলই তৃষ্ণা,
কেবল বিরহ।
যদিও জল সমুখে বসে বসে
দেখি জলের সমারোহ।
তবু,কোথা যেন প্রেম
উড়িবার চাহে!
হয়তো মেলেছে পেখম
গজিয়েছে পাখনা।
তবু তৃষিত
কোথা হতে
ব্যথা এসে
হৃদি ব্যথিত।
হয়তো এশিয়ার কোন
হিম শীতল ঘর হতে
কিংবা পশ্চিমের
বরফজমা হ্রদে
কে যেন দীর্ঘশ্বাস
ছুড়েছে বাতাসে
করুন সে বায়ু
মায়াবী তার সুর
রবি উঠে যে দেশে প্রথম।
সে আলো তুমি পাঠিয়েছো রোজ
তাইতো সকালের সোনা রোদে
তাকিয়ে হাসি!
নিচ্ছো তবে খোজ?