নেই নেই নেই
এ শহরে শিশুদের
বারান্দায় যেতে নেই।
ছাদের রেলিং ধরে
বিকেলে দাড়াতে নেই।

চৌরাস্তার মোড়ে
কিশোরের যেতে নেই।
বাজারের ব্যাগ হাতে
দোকানে তাকাতে নেই।

সভা সেমিনার আর
মিছিলেতে যেতে নেই।

অধিকার কখনোই
কোনদিন চাইতে নেই,
মিছিলে ভাইদের
পানি বিলি করতে নেই।

আছে শুধু হাহাকার
আর আছে রাজাকার।

রাজাকার গুলো সব
করে শুধু কলরব
দেয়ালে গ্রাফিতি
বলে দেয় ফাকা সব।

আছে শুধু মিথ্যা
ছলা কলা অভিনয়।

মিথ্যারা জানে কি?
সত্যের হবে জয়।

বুলেট আর বারুদে
কামান আর প্যারেডে
ভয় ওরা করে না
ষোলো কোটি বাঙালি
সহজে তো মরে না।