আপনার ক্লাসের সব ছাত্রকে আপনি বন্ধু ভাবার চেয়ে অনেককে ব্যাচমেট ভাবতে স্বাচ্ছন্দ বোধ করেন।
সব বন্ধুর সাথে দেখা হলেই কথা বলেন না, কাওকে কাওকে, এড়িয়ে চলে যান।
যেসব বন্ধুর সাথে সাক্ষাতে কথা বলেন, তাদের সবার সাথে হাত মেলান না।
যাদের সাথে হাত মেলান, তাদের সবাইকে বুকে টেনে নেন না।
যাদের সাথে কোলাকুলি করেন তাদের সবাইকে আপনি আবার, খুব পছন্দ করেন তাও না।
যাদের পছন্দ করেন তারা সবাই আপনাকে পছন্দ করে এমনটা ও তো না।
আসলে জীবনে সব বন্ধু, বন্ধন ধরে রাখে না,
সব ইচ্ছা,সংকল্প হয় না।
সব সম্পর্ক দ্বিপাক্ষিক হয় না।
অনাত্মীয় ব্যাক্তি টি, ফুলেফেঁপে উঠলে;
কতো রকমের প্যাচের মধ্য দিয়ে
আত্মীয় প্রমাণের চেষ্টা করি রোজ।
রোগে-শোকে ভোগা নিকট মানুষ টির
নিচ্ছি কই খোজ!
আসলে,
আমরা তাকিয়ে থাকি উর্ধ্বে
আমরা ভালোবাসি স্বার্থে।