পিচঢালা পথ নয়
গ্রামের মেঠোপথ।
পথের উপরে ধুলি
উলঙ্গ ছেলের এক হাতে
কাঠি,তার সামনে পুরনো সাইকেলের টায়ার।
বেশিদিন আগে নয়, নব্বইয়ের দশক।
এমন কতো শতো দৃশ্য আর পাবে নাকো দেখা।
উলঙ্গ শিশুদের কালভার্ট হতে পানিতে লাফ দেয়া
কানামছি,হাডুডু সব যেনো শেষ।
উন্নয়ন যেনো এমন শিশুদের
যুগের পরিক্রমায় কেমন বুড়ো করে তুলেছে।
গাও গেরামের দিন মজুরের ছেলেটিও আজ
স্মার্টফোন ছাড়া ভাত গেলে না
নেই কোথাও নাঙ্গা বালক,লাফালাফি, কোলাহল।
মাঠের পরের যে সরু ছিলো পথ
সেখানে বসেছে পিচ তারপর রাজপথ।