আমার বাগানে বিরাজ বারোমাসি বসন্ত ;
শত বাসন্তী ফুল ফুটে আছে
আহা,কি সুগন্ধ।

কিন্তু, ঐ কবেকার ফেলে আসা
পথে পাওয়া তরু
জানি না কোথায় আছো?
হয়েছো কি কারো?

ফুটেছে কি সাদা-কালো?
কিংবা, সবুজ ঝাওয়ে
লাল,নীল ফুল!
হাওয়া কি বয়ে চলে
দিয়ে যায় দোল?

রাত্রি নিশীথে আজও
স্মৃতি মনে পুড়ে!
বাগানে কোন হয়েছে ঠায়?
নাকি গিয়েছো ঝরে?

আহা, কি তৃষ্ণা!
ঝড় কি ঝঞ্জা,
ফেলে আসা দিন,ফেলে আসা পথ
পথে পাওয়া তরু
হয়েছো কি কারো?
কেমন প্রপঞ্চ করেছো ধারণ!
মনে জাগে,
জানি জাগা বারণ।


তবে, তুমি মেঘ হয়েও কি
ঝরে যেতে পারো?

ছুয়ে ছুয়ে জল
আমি অবিরল
চোখ ভেজাবো জলে
সেদিন বৃষ্টিতে তুমি ঝরবে বলে
চোখ ভেজাবো জলে।

চোখ হতে যদি
কান্না অথবা বৃষ্টি নেমে আসে
তোমার জলে মিশে একাকার
দু:খ যাবে ভেসে।