এমন অঘ্রাণে, হেমন্ত নিশি
আকাশে ফুটিছে, তাঁরা রাশি রাশি।

কোয়াশা মৃদু, হাওয়া বহে হিম।
দুলছে রেলগাড়ী,  তাল রিমঝিম।

গ্রামের পরশ মাখি,ঘ্রাণ সুমধুর।
জ্বলছে বিজলি বাতি, দূর বহুদূর।

এমন নবান্নের দেশে পাঠিয়েছো প্রভু
শোকরিয়া সমাপন হবে না কভু।