একটি গুলির শব্দ পাই
এক ঝাক পাখি উড়ে যায়
একরাশ ধোয়ায় কালো হয় আকাশ
বাতাসে বারুদের গন্ধ
রাস্তায় পড়ে থাকে একেকটি লাশ।

খালি হয়ে যায় একেকটা মায়ের কুল
খালি হয় না ময়দান।
দ্বিগুন হয়ে ভরে উঠে পরের দিন।

একটি গুলির শব্দে প্রতিবাদে ফেটে উঠে
শ্রমিক, জনতা,অভিভাবক, ছাত্র।
শহরের ছাদে ধোয়ার কুন্ডলী
খোজে ফেরে দু নেত্র।

বুলেট ঝাজরা করে দেয় বুক
এদেশের বুকে নেমে আসে শোক।
শহীদের রক্ত মাটিতে যায় মিশে
মিশে যায় লাখো বাঙালির হৃদয়ে।