দিন কেটে যায় দিনের টানে।
রাত চলে যায় অভিমানে।
ভোর সকাল, কিংবা সাঁঝ বেলা
মধ্য রাত অথবা ক্লান্ত দুপুরে
রোদ বৃষ্টির খেলা
গাছের আড়ালে,নদীর কিনারে
মেঘলা দুপুরে, নইলে সাগর পাড়ে
কি করতে কি হয়
বুঝিনি কিছুই আমি
কেমন করে বয়ে চলে সময় নামের গাড়ি
কেমন করে কিশোর হলাম, হলাম আমি যুবক
সময় কেমনে চলে গেল
পেলাম না তো ছবক
পেলাম না তো কষ্ট কোন
দঃখ কি বুঝিনি যেন
আড্ডা ,হাসি , গান আর একটু অভিমানে
দিন চলে যায়
রাত নেমে আসে
জীবনের বার মাসে।