হয়তো কোনদিন, কোন ফাগুন সন্ধ্যায়
লোডশেডিং হবে ঠিক, তুমি দাঁড়াবে বারান্দায়।
নিভে যাওয়া -আলো সব অন্ধকার হয়ে
পাহারা দিবে প্রিয়, আনন্দ নিয়ে।
আনন্দ, সুখ,প্রেম কামনা অতো
তোমার মাথার কেশ ছড়ানো যতো।
এই চাওয়া দূর থেকে, ভালোবাসা মোর
কৈশোরে আনন্দের প্রিয় সেই ভোর।