দ্বিধার শহরে, প্রতি প্রহরে
নিখোঁজ হচ্ছে রোজ।
দিতে কি পারো?
আস্থা-ভরসা-ভালোবাসার খোঁজ!
দেয়াল জুড়ে কেবল লড়াই,আগুন,গান।
কোথাও নেইকো
ছন্দ,সুর; কোথাও নেইকো প্রাণ।
কেবল হতাশা,কেবল একাকী কেবল
অপেক্ষার ভোর
যান্ত্রিক তুমি
কোথা সে আলো,বলো কতোটা দূর।
দ্বিধার শহরে প্রেমহীন কাটে
দিবস, যামিনী, কাল।
প্রেম,মায়া আর সুখের বড় আকাল।
শহুরে আকাশে মেঘের ভাজে
জমেছে বিষাদ ছায়া।
কেবলি কালি,কেবলি বিষ
কোথাও নেই মায়া।
শহর মানেই কেবল আমি,
আমার নয়তো কিছু।
তবুও ছুটি কিসের আশায়
ব্যথা ছাড়ে না পিছু।