বিকেল গুলো আর আমাদের নেই
দুপুর কে চুরি করে কিছু বোঝ দিই।
কিছু স্মৃতি জমা রাখি,
কিছু স্মৃতি পুষি ।
কিছু ব্যথা মনে তবু,
কিছু সময় হাসি।
শৈশব কৈশোরের
প্রিয় মুখ রাশি;
ব্রহ্মেরপুত্র দ্বারে তাই
ফিরে ফিরে আসি।
তবু কিছু কথা সে তো
রয়ে গেছে বাকী
ভীষন খেয়ালে সে
দিয়ে যায় ফাঁকি।
ভালোবাসা মেঘ হয়ে
হাওয়া হয়ে ভাসে।
হৃদয়ের কাছে তার,
স্বপ্ন হাসে।