উন্নয়নের চলছে কুড়াল
রাস্তা পাকা,সেতু উড়াল!

বাড়ছে দালান, কমছে আকাশ
টিভি জুড়ে চলছে বাহাস।

বাতাস মানেই বালু, মাটি
হাজার হাজার সড়কবাতি।

উন্নয়নের মিডিয়া, সোশ্যাল
আলম,জায়েদ,নিপুন মিশাল।

গান,কবিতা,বই,গল্প
এখন লোকে খুজে অল্প।

একশো লোকের দুইশ চ্যানেল
বাতাবি লেবু কিংবা জিংগেল।

উন্নয়নের কুড়াল, শাবল, খন্তি,কড়াই
সকাল,দুপুর রেসিপি ছড়াই।

ব্যাংক,বীমা আর অর্থনীতি
আমরা কিছু নাই বুঝি
দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি?

ওসব লোকের বাড়াবাড়ি
বাড়ছে ভাড়া দোকান বাড়ির?

ইউক্রেন, রাশিয়ার মারামারি।

ও,আচ্ছা তাই বুঝি!
আমরা কি আর এতো খুজি।