পুরনো দেয়াল জুড়ে জমা স্মৃতি কথা,
ইট,সুরকি বালি ভাঙনের ব্যথা।

ঝরে পড়ে শিউলি,বকুল উঠোনে
ফুটে অজানা ফুল ধূলি জমা কোনে।

ঘাসের চাদরে ঢাকে বিরহ বেদন
নাই সে মালী করিবার, প্রেম নিবেদন।

মুকুল হয়ে উঠে আম্রকানন
কংক্রিট ঢেকে দেয় শেওলা যতন।

ফেলে আসা খেলাঘর, ফেলে আসা প্রেম
ফেলে চলে যেতে হয়।
তাই কি নিয়ম?

ছোট্ট নীড়ে সেথা কুহুতান কলরব
ছিলো যে মুখর।
কোথাও কেউ নেই, হয়েছে নীরব।

শৈশবে উচ্ছ্বাসে হারানো সে দিন
রেখে গেছো ঋণ!
প্রিয় ঘর, উঠোন আর প্রীতি ভালোবাসা
থেকে যাবে অবশেষ এই ভরসা।