থেকে যেয়ো প্রিয়,
কিছু রেখে দিয়ো
গোপন অভিসার
না ছয়ে ছুয়ার

না রেখে চোখ
দু চোখে দু চোখ

বাহুডুরে তুমি আর
চিবুকে প্রিয় বক্ষ তোমার
অন্তিম কালের
মহা আকালের
প্রেম বিভীষিকা
তুমি মরিচীকা

তবু থেকে যেয়ো
তুমি ওগো প্রিয়

মনের মনিকোঠায়।

হয়তো সেদিন
তাকিয়ে দূরহতে
ভেবে নিয়ো প্রিয়
থেকে গেছো তুমি
কল্পনায় যাকে এত বেশি চুমি।